রাজ্যে ফের আক্রান্তের খোঁজ। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দার শরীরে মিলল করোনার সংক্রমণ। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৫৭ বছরের ওই প্রৌঢ়কে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৭। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। তাই এখনই ওই বৃদ্ধকে বেলেঘাটা আইডি বা অন্য কোথাও স্থানান্তরিত করা হচ্ছে না। তাতে তাঁর প্রাণহানীর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, ৩০ মার্চ তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয় নাইসেডে। এরপর মঙ্গলবার রিপোর্ট এলে তাতে সংক্রমণের উপস্থিতি প্রকাশ্যে আসে। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭। ওই বৃদ্ধ সাম্প্রতিক অতীতে ভিনরাজ্য বা বিদেশে কোথাও যাননি। কারও সংস্পর্শে সরাসরি আসার বিষয়টিও নাকচ করেছেন তাঁর পরিবার। ওই ব্যক্তির কিডনির সমস্যা ছিল। রথতলাতেই ওই বৃদ্ধের একটি রোলের দোকান আছে।
স্থানীয় এবং স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত আড়াই মাস এই ব্যক্তির বেলঘরিয়ার বাইরে কোথাও যাননি। তাহলে কী করে এই সংক্রমণ? সেটাই এখন ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য ভবনের কর্তাদের। ইতিমধ্যেই ওই হাসপাতালে চিকিৎসা যুক্ত দুই চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মীদের হাসপাতালে মধ্যেই কোয়ারেন্টিনে রেখে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিবারের সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরে স্বাস্থ্য ভবন যেমন নির্দেশ দেবে তেমনভাবে পরবর্তী পদক্ষেপ করানো হবে।