বাংলাদেশের গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল। আর মারা গিয়েছেন ৩৮ জন। সব মিলিয়ে মারা গিয়েছেন ১ হাজার ৩৪৩ জন। সংক্রমণের ১০৪তম দিনে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এই তথ্য জানিয়েছেন।
নতুন করে মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৭ জন মহিলা। করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, সবাই সতর্ক থাকুন, সাবধান হোন। মহাপরিচালক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। তিনি দীর্ঘদিন পর নিয়মিত ব্রিফিংয়ে এসে যোগ দিলেন। কারণ তিনি জানান, তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং বেশ কিছুদিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল।
দেশে কিছুদিন পরে করোনার সংক্রমণ বৃদ্ধির উচ্চ হার কমে আসতে পারে। সরকারি–বেসরকারি হাসপাতালে কোভিড ও নন–কোভিড সবার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান। তবে করোনা বৃদ্ধির ফলে আতঙ্ক তৈরি হয়েছে গোটা দেশে।
