কাশ্মীরের কুলগামে সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ের সময়ই ওই জেহাদির মৃত্যু হয়েছ। ঘটনাস্থল থেকে ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে স্কুলপড়ুয়ারাও। এখনও এলাকায় সেনা তল্লাশি চালাচ্ছে।
কুলগামের আশমুজি এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে খবর এসেছিল সেনার কাছে। এরপরই সেখানে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। অপারেশন শুরুর পরেই আচমকা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনা। গুলির পর গুলি চলতে থাকে। এরপরই এক জঙ্গি মারা যায় গুলিতে।
ঘটনাস্থলে আটকে পড়া ৬০ জন স্কুলপড়ুয়ারাকে সরিয়ে নিয়ে যাওয়ার পরও তল্লাশি চালানো হচ্ছে। এলাকা ঘিরে রেখে রেখেছে জওয়ানরা। ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়।