জেলা রাজ্য

সপ্তাহে একদিনের বেশি বাজারে নয়

শনিবার সকালটা শুরু হল পুলিশের মাইকিং দিয়ে। সেই মাইকিংয়ে বলা হচ্ছে, সপ্তাহে এক দিনের বেশি বাজার করা যাবে না। মাইকিং করে এলাকাবাসীকে নির্দেশ দিল সোনারপুর থানার পুলিশ। শনিবার সকাল থেকেই সোনারপুর এলাকায় এই মাইকিংয়ে চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। কারণ একসপ্তাহের বাজার করে রাখা সবার পক্ষে সম্ভব নয়। একসঙ্গে বেশি টাকা বের করা এখন সমস্যার।
রাস্তায় না বেরিয়ে ঘরে থাকার জন্য বারবার সচেতন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাও দেখা যাচ্ছে, অনেকেই এখনও সচেতন হননি৷ সেখানে যথাযথ স্বাস্থ্যবিধি মানছেন না৷ কিছু এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যত অসম্ভব হয়ে উঠছে৷ মাস্ক না পরেই প্রচুর মানুষ বাজারে চলে আসছেন৷
এলাকাগুলিকে নিয়ন্ত্রণে আনার জন্য কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন থেকে ঘোষণা করেছিলেন, একসঙ্গে পাঁচ জনের বেশি কেউ বাজারে ঢুকতে পারবেন না৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও হাওড়া, ভাটপাড়া–সহ একাধিক এলাকায় অন্য ছবি ধরা পড়ে ৷ সোনারপুরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে পুলিশ প্রশাসন৷ একদিনের বেশি বাজার আসা যাবে না বলে এলাকায় ঘোষণা করেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক৷ শনিবার সকাল থেকেই মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করেন তিনি৷
সকাল থেকেই স্থানীয় বাজারগুলির ওপর নজর রেখেছেন পুলিসকর্মীরা৷ যাঁরা অকারণেই বাজারে ঘোরাফেরা করছেন, তাঁদের বাড়ি পাঠানো হচ্ছে৷ সোনারপুর থানা এলাকার ভৌমিক পার্ক, সোনারপুর বাজার, ঘাসিয়াড়া বাজার এবং রাজপুর বাজারে রুটমার্চ হয়৷