দেশ

সোশ্যাল সাইটে ফাঁসিয়ে ১২ জন মহিলার যৌন নিগ্রহ, অবশেষে ফাঁদে যুবক

নিজে উচ্চ শিক্ষিত, তাঁর নিশনাতেও ছিলেন মায়ানগরী মুম্বইয়ের বিত্তবান মহিলারা। তাঁদের সকলেই আবার উচ্চ শিক্ষিত। নাম ও পরিচয় ভারিয়ে বিবাহ সংক্রান্ত সোশ্যাল সাইটে যোগাযোগ করতেন উচ্চবিত্ত মহিলাদের সঙ্গে। এরপর তাঁদের ফাঁসিয়ে চলত যৌন নিগ্রহ। পরপর ১২ জন মহিলাকে ফাঁসানোর পর অবশেষে পুলিশের জালে ওই গুণধর। ধৃতের নাম করণ গুপ্ত ওরফে মহেশ। বাড়ি মুম্বইয়ের মালাড এলাকায়। মহেশ পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। ফলে কম্পিউটার সম্পর্কে ভাল জ্ঞান রয়েছে তাঁর, পাশাপাশি হ্যাকিংয়ের কাজও করতেন। তাই প্রত্যেকটি ক্ষেত্রে মহেশ আলাদা আলাদা মোবাইল নম্বর ব্যবহার করতেন। প্রথমে বিবাহ সংক্রান্ত ওয়েব সাইটে আলাদা আলাদা পরিচয়ে নিজের নাম নথিভুক্ত করতো সে। এরপর মুম্বইয়ের উচ্চবিত্ত ও উচ্চ শিক্ষিত মহিলাদের ফাঁসাতেন। 

প্রথমে তাঁদের সঙ্গে আলাপ জমিয়ে বিভিন্ন পাব, বার, ডিস্কে গিয়ে যৌন নিগ্রহ করাই ছিল নেশা। দীর্ঘদিন ধরেই মুম্বই পুলিশ খুঁজছিল মহেশকে। কিন্তু প্রযুক্তির দুর্দান্ত ব্যবহার জানায় পুলিশ তাঁর নাগাল পাচ্ছিল না। এমনকি ওলা বা উবর বুক করার সময় নিজের রেজিস্টার করা মোবাইল নম্বরের পরিবর্তে অন্য ফোন নম্বর ব্যবহার করতেন ওই প্রতারক। সোমবার মালাড থেকে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এই ১২ জন মহিলা বাদেও তাঁর ফাঁদে আরও কেউ পড়েছিল কিনা খোঁজ করছে পুলিশ।