ফের একবার যান্ত্রিক গোলযোগের কারণের থমকে গেল উদ্ধারকাজ। উত্তরকাশীর সিল্কইয়ারা সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছে এখনও পৌঁছতে পারল না উদ্ধারকারী দল।
১৩ দিন আগে উত্তরকাশীর ওই সুড়ঙ্গে কাজ চলার সময় ধস নামে। সেই সময় সুড়ঙ্গের মধ্যে ছিলেন ৪১ জন শ্রমিক। তারপর থেকে সুড়ঙ্গের মধ্যেই আটকে যান তাঁরা। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় উদ্ধারকাজ। পাহাড়ি এলাকা হওয়ায় খুব সাবধানে উদ্ধারকাজ করতে হচ্ছে। কারণ যেকোনও সময় আরও বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে।
ধাপে ধাপে উদ্ধারকাজ এগোচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, ‘উদ্ধার কাজ শেষ পর্যায়ে। শুক্রবার সন্ধের মধ্যেই আটকে থাকা শ্রমিকদের বের করে আনা সম্ভব হবে।’ আমেরিকান যন্ত্র অগার মেশিন সুড়ঙ্গে খননের কাজ করছে। কিন্তু এই মেশিনে যান্ত্রিক গোলোযোগ দেখা দেওয়ায় শেষ পর্যায়ে এসে ফের থমকে যায় উদ্ধার কাজ।