ফের একবার হাসপাতালে ভর্তি হলেন পেলে। এ বার কোলন ক্যানসারের জন্য তাঁকে ব্রাজিলের সাও পাওলোর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি ফুটবলার, এমনটাই সূত্রের খবর।
কোলন ক্যান্সারের চিকিৎসায় জন্য ব্রাজিলের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। তবে আশঙ্কার কোনও কারণ নেই। রুটিন চিকিৎসা পর্ব মিটে গেলেই কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। গত বছর সেপ্টেম্বর মাসে কোলনে টিউমার ধরা পড়ে এই তারকার। তারপর জানা যায় কোলনে ক্যান্সারের কথা। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর ছাড়া পান ব্রাজিলিয়ান তারকা। এরপর থেকেই নিয়মিত কেমোথেরাপি নেন তিনি। সেই কারণেই প্রায় প্রতি মাসেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়।
গত কয়েক বছর ধরে শরীরের নানান সমস্যায় ভুগছেন পেলে। ২০১৯ সালে কিডনিতে স্টোন পাওয়া যায়। সেই সময়ও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ৮১ বছরের কিংবদন্তিকে। এর আগে ফুটবলজীবনে পেলের ডানদিকের কিডনি বাদ গিয়েছিল। সেই সময় সেরা ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। ২০১৪ সালে মূত্রনালীতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। তাঁর বাঁদিকের কিডনিতে ডায়ালিসিস করা হয়। কোমরের সমস্যার কারণে হুইলচেয়ারে করে চলাফেরা করেন তিনি।