রাজ্য লিড নিউজ

বর্ধমান থেকে ফেরার পথে মমতার কপালে আঘাত!

আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থান বুঝে নিতে জেলা সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বর্ধমানে গোদার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ছিল। সেখান থেকে গাড়িতে ফিরছিলেন। হঠাৎ কোনও কারণে গাড়ির চালককে ব্রেক কষতে হয়। সেই ব্রেক কষার কারণে ঝাঁকুনিতে মুখ্যমন্ত্রীর কপালে আঘাত লাগে।

তবে যে আঘাত তিনি পান, তা খুবই সামান্য বলে সূত্রের খবর। এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এদিন হেলিকপ্টারে করেই বর্ধমান গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে রওনা দেন। বেলা ১২টা থেকে প্রশাসনিক সভা শুরু করেন। সভা থেকে ফেরার সময় প্রবল কুয়াশা ছিল। সঙ্গে ছিল বৃষ্টি। সেই কারণেই হেলিকপ্টারে ফেরার সিদ্ধান্ত বাতিল করা হয়।