আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

পয়লা বৈশাখে ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি

পয়লা বৈশাখে ভ্যাপসা গরমে ক্রমশ বাড়বে অস্বস্তি। শনিবার সকালের দিকে মেঘলা থাকবে আকাশ। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে। বাড়তে চলেছে উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপট। বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত কম।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার থেকে শুরু হবে তাপপ্রবাহ। সকাল থেকেই গরমের দাপট বেড়েই চলেছে। তবে, শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে।

এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত।

উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আপাতত শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমেছে। চলতি সপ্তাহেই বাড়বে তাপমাত্রা। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টিপাত।

শনিবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ রোদ ঝলমলে। এদিন থেকে কিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি গরম বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

এদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া