মঙ্গলবার রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হয়ে গেল। আর প্রথম দিনই প্রশাসনিক ক্যাম্পগুলিতে ৩ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ল। সরকারের এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের সাড়া এবং প্রশাসনের তত্পরতা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্তোষ প্রকাশ করেছেন। টুইটে তাঁর আহ্বান— বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং সরকারি পরিষেবার সুযোগ নিতে সবাই আরও বেশি করে প্রশাসনিক ক্যাম্পে যান। মোট চার দফায় কোন কোন সময়ে ক্যাম্প বসবে, টুইটারে এ দিন তা-ও তিনি রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন।
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দিতে ‘সরকার দুয়ারে দুয়ারে পৌঁছবে’, এ কথা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে গিয়েছে সেই কর্মসূচি। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জাতিগত শংসাপত্র, তফসিলি বন্ধু, জয় জোহার, কৃষকবন্ধু এবং ১০০ দিনের কাজ— এই সবক’টি প্রকল্পের সুবিধাই মিলবে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ক্যাম্পগুলি থেকে।
বিভিন্ন জেলা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত যে খবর নবান্নে পৌঁছেছে, তার ভিত্তিতে মমতা জানান যে, প্রথম দিনেই ৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ক্যাম্পগুলোতে।
কর্মসূচির গতিপ্রকৃতি সম্পর্কে মঙ্গলবার মমতা বিশদে খোঁজ নেন। তার পরে বিভিন্ন জেলায় ‘দুয়ারে সরকার’ উপলক্ষে আয়োজিত বেশ কিছু প্রশাসনিক ক্যাম্পের ছবি তিনি টুইট করেন। দীর্ঘ টুইটে মমতা জানিয়েছেন, এই দফায় ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পগুলি চলবে। পরের দফায় চলবে ১৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। তৃতীয় দফায় ২ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ক্যাম্প বসবে। আর ১৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ক্যাম্প বসবে শেষ দফায়।