ব্রেকিং নিউজ রাজ্য

পয়লা বৈশাখ ‘বাংলা দিবস’, প্রস্তাব পাশ বিধানসভায়

‘বাংলা দিবস’ নিয়ে রাজনৈতিক চাপানউতোর জারি। পয়লা বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব পাশ বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করেন, যেকোনও মূল্যেই পয়লা বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে পালন করা হবে। বিজেপি চাইছে ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবেই পালন করতে। রাজ্যপালকেও এরমধ্যে জড়িয়ে ফেলা হয়েছে। ফলে সবমিলিয়ে সংঘাত চরমে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় পয়লা বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে পালন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্যসঙ্গীত ঘোষণার দাবিতে প্রস্তাব জমা পড়ে। এবং এই প্রস্তাব পাশ হয়ে যায় ১৬৭ – ৬২ ভোটে। বিপক্ষে ভোট দেওয়া বিধায়করা ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণার দাবি তোলেন। তবে নওশাদ সিদ্দিকী ভোটদানে বিরত ছিলেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সংখ্যার বিচারে এই প্রস্তাব পাশ হয়ে গেলেও রাজ্যপাল এই প্রস্তাবে সই করবেন না। শুভেন্দু অধিকারী রাজ্যের নাম বদল, বিধান পরিষদ গঠন সংক্রান্ত প্রস্তাবের কথাও উল্লেখ করে বলেন, একই ব্যর্থতার মুখে পড়তে হবে বাংলা দিবসের প্রস্তাবকে।

অপরদিকে মুখ্যমন্ত্রী পাল্টা জানিয়েছেন, তিনি জনগণের রায়ে ক্ষমতায় এসেছেন। রাজ্যপাল সই না করলেও কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যপালের অনুমোদন না পেলেও সরকারের সিদ্ধান্ত বদলাবে না। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “দেখব কার শক্তি বেশি, দেখি কার জোর বেশি।”