দেশ ব্রেকিং নিউজ

সাভারকারের জন্মদিনেই দ্বারদ্ঘটন, নতুন সংসদ ভবন উদ্বোধন ঘিরে বিতর্ক

দেশের নতুন সংসদ ভবন উদ্বোধনকে কেন্দ্র করে ফের একবার বিজেপি বিরোধী শক্তিগুলি জোটবদ্ধ হবার চেষ্টা শুরু করলো। আগামী ২৮ মে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের। ঐদিনই হিন্দুত্ববাদী সাভারকরের জন্মদিবস। বিরোধী বাম কংগ্রেসের দাবি, সাভারকারের জন্মদিন কে সামনে রেখেই বিজেপি নতুন সংসদ ভবন উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি দ্রৌপদী মুর্মুকে। আর তাই ‌রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করে যৌথ বিবৃতি দিয়েছে ১৯টি দল।

বিবৃতিতে স্পষ্ট লেখা হয়েছে, যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সাইডলাইনে রেখে নতুন সংসদ ভবন উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই করবেন বলে ঘোষণা করা হয়েছে তা শুধু অগণতান্ত্রিক নয়, চূড়ান্ত স্বৈরাচারী।

উল্লেখ্য, সংবিধানের ৮৫, ৮৬ এবং ৮৭ নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডাকবেন, মুলতবি করবেন এবং লোকসভা ভেঙে দিতেও পারবেন। এছাড়া সংসদের যে কোনও সভা বা যৌথ সভার অধিবেশনে বক্তব্য রাখতে পারবেন। তাঁর অনুমতি ছাড়া বিল, অধ্যাদেশ আইনি স্বীকৃতি পায় না। রাষ্ট্রপতিকে বাদ দিয়ে তাই নতুন সংসদ ভবন উদ্বোধন অসাংবিধানিক বলে মত বিরোধীদের। আগামী ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধন। বয়কট ঘোষণার পাশাপাশি তৃণমূল দাবি তুলেছে, রাষ্ট্রপতিকে দিয়েই সংসদ ভবনের উদ্বোধন করাতে হবে।