RG Kar ইস্যুতে দোষীদের দোষীদের শাস্তি চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযানের। আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে এই ডাক। ২৭ আগষ্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনে নাম জড়িয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর ভাইপো এই আন্দোলনের আহ্বায়ক।
এই ‘ছাত্র আন্দোলন’ সংগঠিত করার আহ্বান ছাত্রদের স্বার্থ বিরোধী হয়ে উঠছে কিনা তা নিয়ে এবার প্রশ্ন উঠছে। ইউজিসি নেট পরীক্ষা ২১ আগষ্ট থেকে ৪ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত চলবে। কিন্তু অসুবিধে আরও বেড়েছে ২৬ আগষ্ট পরীক্ষার দিন জন্মাষ্টমী উদযাপিত হওয়ায় এবং দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকায়।
ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে ২৬ আগষ্ট তারিখে পরীক্ষা থাকলেও তা স্থগিত করার ঘোষণা করা হয়েছে। সেই পরীক্ষা ২৭ আগষ্ট করার কথা বলা হয়েছে। সেদিন আবার ছাত্রদের ‘নবান্ন অভিযান’ -এর ডাক দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী মঙ্গলবারের এই অভিযানে তিনি উপস্থিত থাকবেন।