এবার নাইজেরিয়া ফেরত ব্যক্তিকে ঘিরে ওমিক্রন আতঙ্ক ছড়াল। ওমিক্রন সন্দেহে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি। জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট এলে জানা যাবে তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা।
জানা গিয়েছে, তিন দিন আগে ওই ব্যক্তি নাইজেরিয়া থেকে কলকাতায় ফেরেন। কলকাতা বিমানবন্দরে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। বাড়ি ফেরার পরে করোনার মৃদু উপসর্গ দেখা দেয়। তারপর তিনি আবার করোনা পরীক্ষা করান। তখন করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর কলকাতারই এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়েছে কল্যাণীতে।
সারা বিশ্বে ফের উদ্বেগের সঞ্চার করেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এরই মধ্যে ব্রিটেনে গবেষণায় উঠে এল ওমিক্রন সংক্রমণের কিছু উপসর্গ। ব্রিটেনের গবেষণায় জানান হয়েছে, হাঁচি, মাথা ব্যথা ও ক্লান্তির মত উপসর্গ থাকতে পারে ওমিক্রন আক্রান্তের।
ডেল্টা ভ্যারিয়েন্ট এবং অতি সংক্রামক নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন- উভয়ের সাথেই যুক্ত বিষয়গুলি খতিয়ে দেখেছেন গবেষকরা। গত ৩ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যে সাধারণ লক্ষণগুলি জানা গিয়েছে, সেগুলির মধ্যে রয়েছে-সর্দি, মাথাব্যথা, ক্লান্তি, হাঁচি, গলা ব্যথা। সমীক্ষায় বলা হয়েছে, সুপার মিউট্যান্ট ভাইরাস কোভিডের চেয়ে বেশি সর্দি-কাশির মতো। অন্যদিকে, সাধারণত কোভিডের উপসর্গগুলির মধ্যে রয়েছে, একটানা কাশি, প্রবল জ্বর ও ঘ্রাণ ও স্বাদ হারিয়ে ফেলা।