ওমিক্রন তার জাল বিস্তার করতে শুরু করেছে। দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। আজ সোমবার নতুন করে ওমিক্রনে আক্রান্ত হল আরও দুই ব্যক্তি। মহারাষ্ট্রে আরও দুজনের শরীরে নতুন এই ভ্যারিয়েণ্টের জীবাণু পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত সে রাজ্যে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হল ১০। অন্যদিকে গোটা দেশে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩।
তথ্য অনুযায়ী, বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি ‘ওমিক্রন’।
নতুন করে দুজনের মধ্যে ওমিক্রন সংক্রমণ হাওয়ায় আতঙ্ক বাড়ছে। সে রাজ্যে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০। একের পর এক রোগীর সন্ধান পাওয়ার পর থেকেও মহারাষ্ট্র সরকারের উদ্বেগ বাড়ছে। এই বিষয়ে কার্যত যুদ্ধকালীন তত্পরতায় রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি উদ্বেগ বাড়ছে চিকিত্সকদের।
টিকাকরণকে হাতিয়ার করেই করোনা যুদ্ধে এগোনোর চেষ্টা করছে কেন্দ্র। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া শেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৮২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। এরই মধ্যে অবশ্য চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তারই মধ্যে এবার জানা গেল, বিদেশ থেকে ফেরা একশোরও বেশি যাত্রীকে ট্রেস করা যাচ্ছে না। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, থানে জেলায় ফেরা ১০৯ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেরই মোবাইল সুইচড অফ। এমনকী তাঁদের তরফে দেওয়া ঠিকানাতেও পাওয়া যাচ্ছে না বিদেশ ফেরত ওই যাত্রীদের।