ব্রেকিং নিউজ রাজ্য

ওমিক্রন আতঙ্ক, বেলেঘাটা আইডিতে ভর্তি বাংলাদেশ থেকে আগত

ওমিক্রন আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে আরও এক ব্যক্তিকে। গতকালই বাংলাদেশ থেকে ফেরেন বারাসতের বাসিন্দা ওই ব্যক্তি। রিপোর্ট পজিটিভ আসায় শুক্রবার গভীর রাতে ৭৬ বছরের ওই ব্যক্তিকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়। বেলেঘাটা আইডির বিশেষ ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। ইংল্যান্ড থেকে ফেরা এক তরুনীও ওমিক্রন আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন।

চিকিৎসকরা জানাচ্ছেন, করোনায় আক্রান্ত হলেও ওই বৃদ্ধের মৃদু উপসর্গ রয়েছে। তাঁর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে কল্যাণীর কেন্দ্রে। তা পেতে অন্তত ৭ দিন অপেক্ষা করতে হবে। ততদিন তিনি থাকবেন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে।

জানা গিয়েছে, তিনি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বাংলাদেশ থেকে। তবে বিয়েবাড়ি নয়, আপাতত ৭ দিন তাঁকে কাটাতে হবে বেলেঘাটা আইডি হাসপাতালে।

দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দিল্লিতে দ্বিতীয় ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গেল। সূত্রের খবর, সম্প্রতি জিম্বাবোয়ে থেকে ফিরেছেন তিনি। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তি এলএনজেপি হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের পাঁচটি রাজ্যে মোট ২৬ টি ওমিক্রন কেস ধরা পড়েছে। ৯ টি রাজস্থানে, ৩ টি গুজরাটে, ১১ টি মহারাষ্ট্রে, ২ টি কর্ণাটকে এবং ১টি ওমিক্রন সংক্রমণের ঘটনা ধরা পড়েছে দিল্লিতে। তারপরই মহারাষ্ট্র থেকে শুক্রবার আরও ৬ টি নতুন ওমিক্রন সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর পাশাপাশি দিল্লিতেও আরও এক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে সারা দেশে সংখ্যাটা দাঁড়াল ৩৩-এ।