ব্রেকিং নিউজ রাজ্য

ওমিক্রন আতঙ্ক নিয়ে ব্রিটেন থেকে ফিরলেন এক তরুনী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেন থেকে কলকাতায় ফিরলেন এক তরুনী। বিমানবন্দরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আলিপুরের বাসিন্দা ওই তরুণীকে চিকিৎসার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে RNA পরীক্ষা করা হবে ট্রপিক্যাল মেডিসিনে। তারপর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য তা পাঠানো হবে।

স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, গোটা বিমানবন্দরে চত্বর স্যানিটাইজ করা হয়েছে। স্বাস্থ্যপরীক্ষায় আরও জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রের নতুন নির্দেশিকা মেনেই সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে ব্রিটেন থেকে কাতার হয়ে দমদম বিমানবন্দরে নামেন ওই তরুণী। বিমানবন্দরে শারীরিক পরীক্ষা করার পর জানা যায় তিনি করোনা পজিটিভ। এরপর ওই তরুণীকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় কারন এই সরকারি হাসপাতালে ওমিক্রন আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ওই তরুণী।

তাঁর নমুনা RNA পরীক্ষার জন্য প্রথমে ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হবে। তারপর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য সেই রিপোর্ট যাবে কল্যাণীর জেএনএম হাসপাতালে। জিনোম পরীক্ষার রিপোর্ট আসলেই জানা যাবে তরুণী ওমিক্রন আক্রান্ত কি না। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে এক সপ্তাহ সময় লাগবে। ততদিন তাঁকে সম্পূর্ণ আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। যদি জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন ধরা পড়ে, তাহলে বিদেশ থেকে আগত এই তরুণীই হবেন রাজ্যের প্রথম ওমিক্রন আক্রান্ত।