দেশ ব্রেকিং নিউজ

শুভেন্দুকে কড়া জবাব ওমরের

এবার ওমর আবদুল্লার কটাক্ষের মুখে পড়লেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের প্রচারে এসে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌তৃণমূল কংগ্রেস ফের বাংলায় ক্ষমতায় এলে এই রাজ্য কাশ্মীর হয়ে যাবে।’‌ শুভেন্দুর এই কথার প্রেক্ষিতেই এবার সরব হলেন ওমর আবদুল্লা।
তিনি শুভেন্দুর ওই মন্তব্যকে কটাক্ষ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে। সোশ্যাল মিডিয়ায় ওমর বলেন, ‘‌শুভেন্দুর মন্তব্য অত্যন্ত নিম্নরুচির পরিচয় ও বোকাবোকা। জম্মু–কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার পর তা যদি স্বর্গ হয়ে যায় তা হলেন সমস্যা কোথায়? বিজেপি নেতারা তা বলে বেড়াচ্ছেন। তাহলে কাশ্মীর বাংলা হলে আপত্তি কিসের?‌’‌
ওমর আবদুল্লা এই নিয়ে টুইট করেন, ‘‌আপনার মতো বিজেপিওয়ালাদের দাবি ২০১৯ সালের পর জম্মু ও কাশ্মীর স্বর্গ হয়ে গিয়েছে। বাংলার মানুষ কাশ্মীরকে ভালোবাসেন। আর এখানে বেড়াতে আসেন। তাই আপনার, নিম্নরুচির মন্তব্যের জন্য আপনাকে ক্ষমা করে দিলাম।’‌ যদিও পাল্টা কোনও উত্তর দেননি শুভেন্দু অধিকারী।
এবার নন্দীগ্রামে মেগা ডুয়েলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়াই করছেন শুভেন্দু। তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দিদি হিসেবে পরিচিত। কিন্তু তিনি বাংলার নয় কিছু মানুষের দিদি হয়ে রয়েছেন। মনে রাখবেন তৃণমূল ক্ষমতায় ফিরলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে।’‌ এদিন প্রধানমন্ত্রীও দিদি আর আগের দিদি নেই বলে কটাক্ষ করেছেন। তিনি শুধু পিসি হয়ে রয়েছেন।