খেলাধুলা লিড নিউজ

প্রতীক্ষার অবসান, অবশেষে ভারতকে সোনা এনে দিলেন নীরজ চোপড়া

প্রতীক্ষার অবসান, অবশেষে ভারতের ঝুলিতে এল কাঙ্খিত সোনা। জ্যভেলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া। অলিম্পিকে জ্যভেলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে এক নম্বরে থেকে ফাইানালের টিকিট নিশ্চত করেন ভারতের নীরজ চোপড়া। ফাইনালেও ছুড়লেন সবচেয়ে দূরে। ফলে তাঁর সোনা জয়ের আশা শেষ পর্যন্ত বেশি ছিল, এবং তাই হল। ষষ্ঠ রাউন্ডের শেষে ভারতের নীরজ চোপড়া সবার উপরে থাকলেন। তাঁর জ্যভেলিন গিয়ে পড়ল ৮৭.০৩ মিটার দূরত্বে। যা তাঁর কোয়ালিফিকেশন রাউন্ডের পারফর্ম্যান্সের থেকেও অনেক ভালো। কারণ যোগ্যতা অর্জন পর্বে নীরজ ৮৬.৬৫ মিটার জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন।

আর ফাইনালেও থাকলেন সবার উপরে। ফলে তাঁর হাত ছুঁয়েই ফলে ভারত পেল ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা। জার্মানির জুলিয়ান ওয়েবার রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি ৮৫.৩০ মিটার থ্রো করেছেন। এটি তাঁর মরশুমের সেরা পারফর্ম্যান্স। তৃতীয় স্থানে রয়েছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজচ। তিনি ৮৩.৯৮ মিটার ছুঁড়েছেন।