টোকিও অলিম্পিকে প্রথম পদক এল ভারতের ঝুলিতে।শনিবার ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাই চানু। কর্নম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন তিনি। ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন মালেশ্বরী। এবার রুপো জিতে ইতিহাস লিখলেন মণিপুরের এই বছর ছাব্বিশের কন্যা।
শনিবার মীরাবাই চানু ৮৪ কেজি ও ৮৭ কেজি সফল ভাবে তুললেও ৮৯ কেজিতে তিনি দ্বিতীয় স্থানে থামেন। ফলে সোনা জেতা হল না তাঁর। এই ইভেন্টে সোনা জিতলেন চিনের হাউ ঝিউ।
উল্লেখ্য, গত রিও অলিম্পিকে প্রথমবার অংশ নিয়েছিলেন চানু। কিন্তু সেবার তাঁকে শূন্য হাতে ফিরে আসতে হয়েছিল। তবে, নিজের মনোবল হারাননি ২৬ বছরের এই মহিলা ভরোত্তোলোক। এবারের অলিম্পিকে পদক জেতার অন্যতম দাবিদার ছিলেন তিনি। কারণ ২০১৯ এশিয়ান গেমসে বিশ্বরেকর্ড রয়েছে চানুর দখলে। কমনওয়েলথ গেমসেও পদক জিতেছিলেন তিনি। মীরাবাই চানুকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ ক্রীড়া ও রাজনৈতিক জগতের অনেকেই।
You must be logged in to post a comment.