আন্তর্জাতিক

মর্মান্তিক পরিণতি রাফাল প্রস্তুতকারকের

হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ফরাসি কোটিপতি তথা রাজনীতিবিদ অলিভিয়ের দাসো। উত্তর ফ্রান্সের ডিউভিলের কাছে অবস্থিত নরম্যান্ডিতে ছুটি কাটাতে যাচ্ছিলেন তিনি। অবসর কাটানোর জন্য সেখানে তাঁর একটি বাড়ি রয়েছে। পুলিশ সূত্রে খবর, বিকেল ৬টা নাগাদ হেলিকপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থানেই হেলিকপ্টারের চালক–সহ দাসোর মৃত্যু হয়।
সেনাবাহিনীতে বহুল চর্চিত রাফাল যুদ্ধবিমান তৈরি করে দাসোর সংস্থাই। এছাড়াও বিখ্যাত সংবাদপত্র ‘‌লে ফিগারো’‌রও মালিক দাসো। ৬৯ বছর বয়সী অলিভিয়ের দাসো একাই হেলিকপ্টারে চেপে নরম্যান্ডির হলিডে হোমে যাচ্ছিলেন। অবতরণের আগেই আচমকা হেলিকপ্টারটি ভেঙে পড়ে। চালক ও অলিভিয়ের দু’‌জনেই মারা যান। প্রাথমিক তদন্তে যান্ত্রিক গোলযোগের কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে মনে করা হলেও অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই খবর জানতে পেরেই শ্রদ্ধাজ্ঞাপন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। তিনি টুইট করে লেখেন, ‘‌অলিভিয়ের দাসো ফ্রান্সকে ভালবাসতেন। শিল্পপ্রতিষ্ঠানের অধিনায়ক, স্থানীয় সাংসদ ও বায়ুসেনার রিসার্ভ কমান্ড্যার ছিলেন তিনি। গোটা জীবন ধরেই তিনি দেশের সেবায় কাজ করে গিয়েছেন।’‌
উল্লেখ্য, মার্কেল দাসো ও তাঁর পুত্র সারগেই দাসো তিলে তিলে দাসো সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ফ্রান্সের অন্যতম ধনী পরিবার দাসো বিশ্বের ধনী তালিকাতেও ৩৬১তম স্থানে ছিলেন। ২০২০ সালের ফোর্বস পত্রিকার তালিকা অনুযায়ী, অলিভিয়ারের সম্পত্তির পরিমাণ প্রায় ৬০০ কোটি ইউরো। দাসোর সতীর্থদের কথায়, ছোট থেকেই রাজনীতিতে আগ্রহী ছিলেন তিনি। রাজনীতির প্রতি অগাধ ভালবাসাতেই অলিভিয়ের দাসো বোর্ড অব ডিরেক্টরের পদ থেকেও সরে দাঁড়ান।