বিনোদন

‘দ্য ফাদার’ ছবির জন্য পারিশ্রমিক নেবেন না অলিভিয়া কোলম্যান

হলিউড তারকা অলিভিয়া কোলম্যান এবছর ‘দ্য ফাদার’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য অস্কারে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। তিনি জানিয়েছেন, এই ছবিতে কাজ করে তার স্বপ্ন পূরণ হয়েছে। তাই তিনি এই ছবির জন্য পারিশ্রমিক নেবেন না।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘স্ক্রিপ্ট ভাল হলে আমি সেই ছবির কাজ করি। এই ছবির স্ক্রিপ্ট বার বার পড়েছি। ছবির কাহিনীর জটিলতাগুলো আসলে খুবই সহজ। এই গল্প ভালোবাসা এবং হারানো। এই গল্প সেই কষ্টের যখন ভালোবাসার মানুষটি আপনাকে আর চিনতে পারে না। স্ক্রিপ্ট খুব সুন্দর করে লেখা হয়েছে, মন ছুঁয়ে যাওয়ার মতো। এরকম একটি ছবিতে কাজ করার স্বপ্ন পূরণ হয়েছে। এই ছবির জন্য পারিশ্রমিক নেব না!’

‘দ্য ফাদার’ ছবিতে অভিনয় করেছেন অ্যান্থনি হপকিংস। ‘অ্যান্থনি’ নামের এক বয়স্ক ব্যক্তির চরিত্রে তাকে দেখা গেছে যিনি ‘ডিমেনশিয়া’ রোগে ভুগছেন। অলিভিয়া কোলম্যান অভিনয় করেছেন তার মেয়ে ‘অ্যানে’র চরিত্রে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন ফ্লোরিয়ান জেলার। ছবিটির মাধ্যমে পরিচালনাতেও অভিষেক হয়েছে তার।

অস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, সেরা সম্পাদনা এবং সেরা প্রোডাকশন ডিজাইন বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য ফাদার’ ছবিটি।