মদ্যপ অবস্থায় বেপরোয়া অভব্য আচরণ, আর সেই অভব্য আচরণের প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হল বৃদ্ধাকে। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় উত্তেজনার রেশ ঘটনার প্রায় একদিন পরেও।
জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম কানন রায়। মৃতার বয়স ৬২ বছর। অভিযুক্তের নাম সমীর মল্লিক। এলাকাবাসীর ক্ষোভ দানা বাঁধতে শুরু করে বুধবার রাত থেকেই। অভিযোগ, গাইঘাটা থানার মানিকহীরা দেশপাড়ায় বৃদ্ধাকে খুনের নেপথ্যে মদত দিয়েছে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি নিরুপম রায় ও তার বাবা। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে যুবনেতার বাড়ি ঘেরাও করে ক্ষিপ্ত এলাকাবাসী। নিরুপমের গ্রেফতারির দাবি করেন তাঁরা।
এলাকাবাসীর ক্ষোভ বহুবিধ। বিক্ষোভকারীদের দাবি, নিরুপম তৃণমূলের যুব সভাপতি হওয়ার পরে এলাকায় তার প্রভাব দেখানোর চেষ্টা করে এসেছে। স্থানীয়দের দাবি, সমীর মল্লিক নামে ওই যুবক গতকাল রাতে মদ্যপ অবস্থায় এলাকায় অভব্য আচরণ করছিল। প্রতিবাদ করতে গেলে কানন দেবীর উপর চড়াও হয় সমীর। তাকে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। কানন দেবীকে বাঁচাতে আসলে তার বৌমাকেও মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় কানন দেবীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
তারপর থেকে এলাকায় ক্ষোভ জমতে শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমীরকে ঘটনার রাতেই গ্রেফতার করা হয়েছে।সবমিলিয়ে ঘটনার একদিন পরেও উত্তেজনার রেশ রয়েছে গাইঘাটায়।