আর ফেরা হল না ঐন্দ্রিলার। দীর্ঘ লড়াই শেষ। হাসপাতাল সূত্রে জানা গেল, ২০ নভেম্বর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ২ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিত্সকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। ২ বার ক্যানসারকে জয় করেছেন যে বীর যোদ্ধা, একটা ব্রেন স্ট্রোক, কয়েকটা হার্ট অ্যাটাকের সঙ্গেও তিনি লড়ে ঠিক ফিরবেন এমনটাই আশা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মৃত্যুর কাছে হার মানলেন বছর ২৪ এর ঐন্দ্রিলা শর্মা।
গত ২ নভেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা।
ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ঐন্দ্রিলা। তার পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন ঐন্দ্রিলা। এর মধ্যেই বুধবার সকালে ফের হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদ্যন্ত্র স্তব্ধ হয়ে যাচ্ছিল বার বার। শনিবার রাতে পরিস্থিতি আরও কঠিন, তবুও জারি ছিল লড়াই। সারা রাত জুড়ে একের পর এক হার্ট অ্যাটাক। সারারাতে অন্তত ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রীর। সিপিআর দেওয়া হয় অভিনেত্রীকে। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার শরীরে কোন সাড় ছিল না।
উল্লেখ্য, কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে যাত্রা শুরু করেন ঐন্দ্রিলা। এরপর ‘জীবন জ্যোতি’, ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে দেখা যায় তাকে । মারণ রোগের সঙ্গে লড়াই করছেন বহুদিন ধরে। একবার নয় দু-দু’বার এই লড়াইয়ে জিতে গিয়েছেন অভিনেত্রী। তারপর বেশ কিছুদিন সুস্থই ছিলেন ঐন্দ্রিলা। এবারও তাকে সুস্থভাবে স্বাভাবিক জীবনে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু সকলকে চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন ঐন্দ্রিলা। টলিপাড়া আজ স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার। অভিনেত্রীর ভালবাসার মানুষেরাও আজ শব্দ হারিয়েছেন।