কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার ভোরে সেন্ট্রাল অ্যাভিনিউতে মহম্মদ আলি পার্কের কাছে উলটে গেল তেল বোঝাই ট্যাঙ্কার। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ওই তেলের ট্যাঙ্কারে। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গাড়ির ভিতরেই পুরো ঝলসে যান চালক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নিভাতে হয় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় আংশিক নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা।
জানা গিয়েছে, বুধবার ভোর পাঁচটা নাগাদ ধর্মতলাগামী একটি গাড়ির সঙ্গে প্রথমে ধাক্কা লাগে তেলের ট্যাঙ্কারটির। তখনই উল্টে যায় সেটি। এরপরই ওই ট্যাঙ্কার থেকে তেল বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে উল্টো দিকের একটি বাড়ি ও দোকানের সামনের অংশ পুড়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮ টি ইঞ্জিন।মর্মান্তিক এই দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই চালকের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ওই তেলের ট্যাঙ্কারে চালক ছাড়া আর কেউ ছিলেন কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি।