জেলা ব্রেকিং নিউজ

দৌলতপুরে শুরু তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন

অশোকনগর দৌলতপুর এলাকায় 15 বিঘা জমির ওপর তৈরি হয় তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র। সেই জায়গাতেই শনিবার শুরু হল তেল ও গ্যাস উত্তোলন। এদিন স্থানীয় বিধায়ক নারায়ন গোস্বামী সমস্ত জায়গা ঘুরে দেখেন।

জানা যায় অশোকনগর জুড়ে আগামী দুবছরে 14 টি জায়গায় বোরিং করে প্রাকৃতিক গ্যাস ও তেল খনন চলবে। অশোকনগর বাইগাছির পর দৌলতপুর এলাকায় বোরিং এর মাধ্যমে তেল ও প্রাকৃতিক গ্যাস তোলার কাজ শুরু হয়ে গেল। আপাতত চারটি জায়গায় চলবে এই কাজ। ওএনজিসি তরফ থেকে জানা যায় গ্রুপ-বি, সি ও ডি যে সমস্ত কর্মী প্রয়োজন তা এলাকা থেকেই নেওয়া হবে। এছাড়া যে সমস্ত জমি কৃষকদের থেকে নেওয়া হচ্ছে তার সঠিক মূল্যায়নের পয়সা দেওয়া হবে কৃষকদের।

পাশাপাশি সরকারি জমি যদি থাকে সেখান থেকে সরকারের সঙ্গে কথা বলে তেল ও গ্যাস খনন করা হবে। অশোকনগর জুড়ে খুবই উন্নত মানের তেল ও গ্যাস পাওয়া ওএনজিসি এর বিরাট সাফল্য বলেই দাবি তাদের। পাশাপাশি অশোকনগরের আশেপাশে যে সমস্ত জায়গা থেকে কৃষকদের সঙ্গে জমি নেওয়া হবে তাদের সঙ্গেও কথা চলছে। এদিন দৌলতপুর এলাকা থেকে যে ব্ল্যাক গোল্ড উত্তোলন হয় তা উপহার স্বরুপ স্থানীয় বিধায়ক নারায়ন গোস্বামী কেউ দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও এই স্যাম্পেল পাঠানো হবে এমনটাই সূত্রের খবর।

ফলে আগামী দিনে অশোকনগর জুড়ে প্রচুর কর্মসংস্থান হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। পাশাপাশি, এত ভালো মাপের প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন হওয়ায় স্বভাবতই খুশির হাওয়া বইছে অশোকনগর জুড়ে।