রাজ্য লিড নিউজ

‘লিপস অ্যান্ড বাউন্ডস’ ফাইল ডাউনলোড বিতর্কে নাম জড়ানো আধিকারিককে গুয়াহাটিতে বদলি ইডির

লিপস অ্যান্ড বাউন্ডসে’র অফিসের ফাইল ডাউনলোড বিতর্কের মাঝেই এবার ইডির এক আধিকারিককে কলকাতা থেকে গুয়াহাটিতে বদলি করা হল। ইতিমধ্যেই গুয়াহাটির ইডি অফিসে ওই আধিকারিক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন। তবে এই বদলি নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, যে অফিসার কলকাতা থেকে গুয়াহাটিতে যোগ দিয়েছেন, ওই অফিসার লিপস অ্যান্ড বাউন্ডডসের অফিসে তল্লাশির সময় ছিলেন। সেই তল্লাশিতেই অনৈতিকভাবে ফাইল ডাউনলোড করার অভিযোগ উঠেছিল। ইডি অফিসারদের দাবি, ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র অফিসের ফাইল ডাউনলোডের সঙ্গে অফিসারের গুয়াহাটি যোগ দেওয়ার কোনও সম্পর্ক নেই। ওই অফিসারের ২ বছর আগে গুয়াহাটি বদলি হয়েছিল। গত এপ্রিল মাসে তাঁকে কলকাতা শাখা থেকে ছেড়ে দেওয়া হলে তিনি গুয়াহাটিতে যোগ দেন। কিন্তু তদন্তের প্রয়োজনে তাঁকে ২ মাসের জন্য কলকাতা নিয়ে আসা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৬ সাল পর্যন্ত এই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অন্যতম ডিরেক্টর পদে ছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু। তাঁরই সংস্থা এসডি কনসালটেন্সি। ইডির চার্জশিটে আগেই বলা হয়েছে, বিভিন্ন দফায় এসডি কনসালটেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর অ্যাকাউন্টে টাকা জমা হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত মোট ৯৫ লাখ ১ হাজার টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে বলেই সূত্রের খবর।