ওড়িশায় ঘুরতে গিয়ে দুর্ঘটনার মুখে বাংলার পর্যটকদের একটি বাস। মর্মান্তিক সেই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, আহত প্রায় ৪৫ জন। ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ওড়িশার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে রাজ্যের তরফে। যত দ্রুত সম্ভব ময়নাতদন্ত সেরে মৃতদেহ ও আহতদের ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যসচিবের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা দল, একটি উচ্চ পর্যায়ের দল ও উদয়নারায়ণপুরের বিধায়ক ওড়িশা যাচ্ছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার রাতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে ওড়িশার সীমান্তবর্তী গঞ্জাম জেলার কলিঙ্গ ঘাটে। জানা গিয়েছে, হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতানপুর থেকে বাসে করে ৬০ জন পর্যটক ওড়িশার ফুলবনি জেলার দারিংবাড়ি বেড়াতে গিয়েছিলেন। দারিংবাড়ি থেকে মঙ্গলবার রাতে বাসটি রওনা দেয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। রাত সাড়ে বারোটা নাগাদ কলিঙ্গ ঘাটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুরের ৫ জনের। তাঁদের নাম মৌসুমি দেঁড়ে, রিমা দেড়ে, সুপ্রিয়া দেঁড়ে, সঞ্জীব পাত্র, বর্ণালী মান্নার। এছাড়া হুগলির এক বাসিন্দারও মৃত্যু হয়েছে। তাঁর নাম স্বপন গুছাইত। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেহরামপুরের মহারাজা কৃষ্ণচন্দ্র গজপতি মেডিকেল কলেজে এবং ভঞ্জনগর মেডিকেল কলেজে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।