মহারাষ্ট্রের পালঘর জেলার সাগরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৮। ভূমিকম্পের ফলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টা ১৯ মিনিটে যে ভূমিকম্পটি হয়েছিল, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৮ ছিল।
ভূমিকম্পবিদ জেএল গৌতম শনিবার ভূমিকম্পের তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পালঘর উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে মুম্বইয়ের প্রায় ৭৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল।