ব্রেকিং নিউজ রাজ্য

হাইকোর্টের লাইভ স্ট্রিমিং চলাকালীন স্ক্রিনে অশ্লীল ভিডিও!

আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ে শুনানির পর থেকে দেশের বিভিন্ন কোর্টে এই পন্থা চালু হয়েছে। কার্যত আদালতে সওয়াল-জবাবের সময় লাইভ স্ট্রিমিং এখন রোজকার বিষয়। জনগনের আদালতে কী প্রক্রিয়ায় বিচার থেকে শুরু করে রায়দান হচ্ছে, তার সাক্ষী থাকার অধিকার রয়েছে সকলের।

এদিন হাইকোর্টের সেই সরাসরি সম্প্রচারের সময়ই কেলেঙ্কারি কাণ্ড! যে স্ক্রিনে চলছিল লাইভ স্ট্রিমটি, সেই স্ক্রিনে আদালতের দৃশ্যের বদলে হঠাৎ করে ভেসে উঠল অশ্লীল দৃশ্য। দেখে থ গোটা এজলাস। তৎক্ষণাৎ বন্ধ করে দিলেও, রাজ্যের উচ্চ আদালতের মত মর্যাদা সম্পন্ন জায়গায় কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্ৰশ্ন উঠছে।

সোমবার তেমনই একটি শুনানি চলছিল কলকাতা হাই কোর্টের ৭ নং এজলাসে। বিচারপতি ছিলেন শুভেন্দু সামন্ত। ঠিক সেই সময় শুনানি সম্প্রচারকারী স্ক্রিনে আচমকাই ভেসে উঠল অশ্লীল ভিডিও। এজলাসে উপস্থিত সকলে চমকে ওঠেন। যদিও সঙ্গে সঙ্গে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়। এখন প্রশ্ন উঠেছে কিভাবে ঘটল এই ঘটনা?