বিনোদন

নুসরতের দ্বিতীয় করবা চৌথ

সোশ্যাল পেজ বলছে, গত বছরের মতোই পরনে লাল শাড়ি, মাথায় ঘোমটা টানা সালঙ্কারা নুসরত হাতে বরণডালা নিয়ে চাঁদ দেখেন। রীতি মেনে তার পরেই দেখেন নিখিলকে। স্বামীর আরতি করেন।

দ্বিতীয় বছরেও করবা চৌথে নুসরতের সঙ্গী হলেন নিখিল। অভিনেত্রী উপোস একা করেননি। নিখিলও উপোস করেছিলেন। তাই স্বামীর হাতে জল খাওয়ার পর নুসরত তাঁকেও জল খাওয়ান।

হিন্দু ধর্ম পালন করতে গিয়ে অনেক বিতর্ক, প্রচুর মন্তব্য শুনতে হয়েছে নুসরতকে। মৌলবীদের ফতোয়া, সমাজের চোখরাঙানি তাকে দমাতে পারেনি।