বিনোদন

ফের উল্টো রথে টান দিলেন নুসরত

টলিউডের সাড়া জাগানো অভিনেত্রী নুসরত জাহান। সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি ফের উল্টো রথের দড়িতে টান দিলেন। শুধু অংশই নিলেন না, রীতিমতো নিয়ম মেনে মন্ত্রপাঠ করে আরতিও করলেন। সেসময় সঙ্গে নুসরতের স্বামী নিখিল জৈনও ছিলেন।

ইসকনের আমন্ত্রণে পৌঁছে গেলেন নুসরত। একদম সময় মতোই ১২.৩০ টার সময় স্বামীকে নিয়ে রথযাত্রায় পৌঁছে যান। শুধু তাই নয়, রথযাত্রায় অংশ নেওয়ার সমস্ত ছবিও নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন। সেই ছবিতেই সাংসদকে দেখা গেল সবুজ রঙের সালোয়ার-কুর্তা পরে যাবতীয় আচার পালন করতে।