বিনোদন

দলবদল নিয়ে মুখ খুললেন নুসরত

কেউ তৃণমূলে তো কেউ যাচ্ছেন বিজেপিতে। টলিপাড়ায় দলবদল চলছেই। গত ১৭ ফেব্রুয়ারি সকলকে চমকে দিয়ে নুসরত জাহান ঘনিষ্ঠ যশ বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল সাংসদ, অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। টলিপাড়ায় দলবদলের হিড়িক নিয়ে শুক্রবার অবশেষে মুখ খুললেন নুসরত জাহান।

নুসরতের কথায়, ”টলিউডের আমিও সদস্য, কিন্তু আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ। অমি শুধু নিজের দল নিয়েই কথা বলতে পারি। যাঁরা যাচ্ছে, তাঁরা যাক। আমরা নিজেদের কর্তব্য, আনুগত্য পালন করছি। যাঁরা দিদিকে ভালোবাসে, তাঁরা চিরকাল দিদির জন্য দাঁড়াবে।”

যদিও বন্ধু যশ দাশগুপ্তের বিজেপিতে যোগদান প্রসঙ্গে নুসরত এদিনও আলাদা করে কিছু বলেননি। যশ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।