বিনোদন

নুসরত-নিখিল দাম্পত্যে ফাটল!

টলিপাড়ায় কানপাতলে বেশকিছুদিন ধরে শোনা যাচ্ছে একটা গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে একে অপরকে ইতোমধ্যেই আনফলো করে দিয়েছেন এই দম্পতি। আর তাতেই আরও জোরদার হয়েছে নুসরত-নিখিলের বিয়ে ভাঙার গুঞ্জন।

কিছুদিন আগে সহ অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সাংসদ, অভিনেত্রীর রাজস্থান বেড়াতে যাওয়ার খবরে নুসরত-নিখিলের সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাদের ফ্যান পেজের মাধ্যমে ছড়িয়ে পড়ে নুসরত-যশের আজমেঢ় শরিফে যাওয়ার ছবি ও ভিডিও। আর তাতেই ছড়ায় যশের সঙ্গে প্রেম, আর নিখিলের সঙ্গে নুসরতের বিয়ে ভাঙার খবর। আর এবার সোশ্যালে ছড়িয়ে পড়ল ইনস্টাগ্রামে নুসরত-নিখিলের একে অপরকে আনফলো করার স্ক্রিনশট।

গত ৮ জানুয়ারি ছিল নুসরত জাহানের জন্মদিন। শোনা যাচ্ছে, নুসরতের জন্মদিনের পার্টিতে নিখিল হাজির ছিলেন না। তবে সেখানে উপস্থিত হয়েছিলেন বন্ধু যশ দাশগুপ্ত। এমনকি নুসরত তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিভিন্ন বন্ধু-বান্ধবদের পাঠানো শুভেচ্ছা বার্তা শেয়ার করলেও সেখানে নিখিলের কোনও শুভেচ্ছাবার্তা ছিল না। সূত্রের খবর, নুসরত নিখিলের আলিপুরের বাড়ি ছেড়ে বালিগঞ্জের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকা শুরু করেছেন। বাবা-মায়ের সঙ্গে থাকার কথা সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নুসরত মেনেও নিয়েছেন। এমনকি অভিনেত্রী রাজস্থান যাওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন। তবে স্পষ্ট জানিয়েছেন নিখিলের সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথাই বলতে চাননা তিনি। যশের কারণে নিখিলের সঙ্গে সম্পর্কে চিড় ধরার কথাও তিনি অস্বীকার করেছেন। তার কথায়, যশের সঙ্গে তিনি বিয়ের আগেও কাজ করেছেন, সম্পর্কে জড়ানোর থাকলে আগেই জড়াতে পারতেন।