রাজ্য লিড নিউজ

নুসরত- মিমিকে শো-কজ করল দল

তৃণমূলের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান এবং মিমি চক্রবর্তীকে শো-কজ করল দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন না সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। অনুপস্থিতির কারণ জানতে চেয়ে তাঁদের শো-কজ চিঠি পাঠিয়ে দ্রুত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলকে শৃঙ্খলাপরায়ন করতে দলীয় সাংসদদের একাধিক নির্দেশিকা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে তিনি সাফ জানিয়ে দিলেন, অধিবেশনে তৃণমূলের সাংসদদের ৯৭ শতাংশ হাজির থাকতেই হবে। সকল সাংসদদেরই অধিবেশনে এব্ং সংসদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হবে। এমনকি সকাল সাড়ে দশটার মধ্যে সাংসদদের তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির হতে হবে সাংসদদের।

মঙ্গলবার দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকেই উপস্থিত ছিলেন না দুই তারকা সাংসদ মিমি এবং নুসরত। এর আগে সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাসের সময় গরহাজির থেকেছেন সাংসদ-অভিনেত্রীরা। এবার দলীয় বৈঠকে না থাকায় তাদের সরাসরি শো-কজ করল দল। মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে ছিলেন না শিশির অধিকারী এবং দিব্যন্দু অধিকারী। তাঁদের অবশ্য শো-কজ করা হয়নি। কিন্তু এদিন দুই তারকা সাংসদ দলীয় বৈঠকে কেন ছিলেন না তা এখনও জানা যায়নি।

এর আগে বাদল অধিবেশনের শুরুতে দিল্লিতে সাংসদদের নিয়ে বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েছিলেন, সংসদে সাংসদদের ১০০ শতাংশ হাজিরার। এবারও সেই বার্তা দিলেন অভিষেক।