মঙ্গলবার বিপাকে পড়লেন নুসরত জাহান। এদিন নিম্ন আদালত জানিয়ে দিয়েছে অভিনেত্রীকে কোনও ছাড় দেওয়া যাবে না। তাঁকে সশরীরে হাজিরা দিতেই হবে আদালতে। মঙ্গলবার আলিপুর জজ কোর্ট এই নির্দেশ দিয়েছে বলে খবর।
বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। একটি রিয়েল এস্টেট সংস্থার ডিরেক্টর ছিলেন অভিনেত্রী। অভিযোগ, সেই সংস্থা ক্রেতাদের ঠকিয়েছে । ইতিমধ্যে ঘটনার তদন্তও শুরু করেছে ইডি।
এর আগে আলিপুর আদালতে ওই প্রতারণা মামলার যতবার শুনানি হয়েছে, ততবারই নানান কারণ দেখিয়ে নুসরত জাহান হাজিরা দেননি।এখন দেখার আদালতের নির্দেশে নুসরত হাজিরা দিয়ে প্রশ্নের জবাব দেন, নাকি হাইকোর্টে আবেদন করার পথে হাঁটেন।