সাংসদ-অভিনেতা নুসরত জাহান চোখের জল আটকে রাখতে পারলেন না। টুইটারে একটি ভিডিও পোস্ট করলেন। তাতে ভেসে উঠল মর্মান্তিক কিছু ছবি। অক্সিজেনের অভাবে করোনা রোগীর আত্মীয়রা ছুটে বেড়াচ্ছেন। কারও বাবা হাসপাতালের বিছানা থেকে লড়ছেন, কারও মা, ভাই বোন। সকলেই নিঃশ্বাস নিতে চাইছেন। কিন্তু অক্সিজেন নেই। এই ভিডিও দেখে নুসরত জাহান কেঁদেই ফেললেন। পরক্ষণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভের সঙ্গে ফুঁসে উঠলেন।
অনেকগুলো প্রশ্ন রয়েছে তাঁর প্রধানমন্ত্রীর কাছে। লোকসভার সাংসদ সেইগুলোই তুলে ধরলেন। তিনি লিখলেন, দেশে এই চরম সংকটের সময়ে প্রধানমন্ত্রী বাইরে অক্সিজেন রফতানি করছেন বলেই আজ দেশবাসীকে এই অভাবে পড়তে হয়েছে। তিনি লিখেছেন, ‘এ-দিকে তাঁর নিজের দেশের মানুষের নিঃশ্বাস নেওয়ার জন্য কাতরাচ্ছেন’। নীচে বড় বড় হরফে লিখেছেন, ‘এটা অপরাধ’। তিনি আরও লিখেছেন, দেশের জন্য সঠিক মজুত না রেখে ৬৫ শতাংশ টিকা কেন রফতানি করা হল? সবশেষে অমোঘ প্রশ্ন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মত দেশের মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়া যাবে না কেন?
টুইটারে নুসরতের ৮ লক্ষ ১২ হাজার ফলোয়ার, তাই তাঁর এক আবেদনে সাড়া পড়ে গোটা দেশেই। এই মুহূর্তে সবথেকে বেশি চর্চায় হ্যাশট্যাগ ‘উই কান্ট ব্রিদ’। সেই আন্দোলনে নুসরতও অংশগ্রহণ করলেন।