ফ্ল্যাট প্রতারণা মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে, এমনটাই নির্দেশ দিয়েছিলেন আলিপুর জজকোর্ট। আলিপুর আদালতের নির্দেশ মেনে চারদিনের মধ্যে হাজিরা দিলেন নুসরাত জাহান।
এদিন নুসরতের সঙ্গে তাঁর আইনজীবীও ছিলেন। ফাইল সঙ্গে নিয়ে শনিবার দুপুরেই তিনি আদালতে পৌঁছন। বসিরহাটের তৃণমূল সাংসদ আদালতে হাজিরা দিয়ে মামলা সংক্রান্ত যাবতীয় নথি জমা দিয়েছেন বলেই সূত্রের খবর। এর আগে একাধিকবার আলিপুর আদালতে ফ্ল্যাট প্রতারণা মামলার শুনানি হয়েছে।
তবে, নানা কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন নুসরত জাহান। তবে, মঙ্গলবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে আসতেই হবে নুসরতকে, আইনজীবীকে পাঠালে হবে না। এরপর যেদিন মামলার শুনানি হবে, সেদিন অবশ্যই হাজির হতে হবে তৃণমূল সাংসদকে।