জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অসাধারণ অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি টলিউডের প্রিয় মুখ হয়ে ওঠেন। সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান সম্প্রতি লন্ডনে শুটিং করতে গিয়েছেন। তবে সেখানে যাওয়ার পর তিনি ব্রিটিশ পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। সেখানে ভারতীয় হাইকমিশনার গায়েত্রী ঈসার কুমারের মাধ্যমে তার আবেদন ব্রিটিশ পুলিশের সদর দফতর স্কটল্যান্ড ইয়ার্ডে পৌঁছে গেছে।
নুসরত জাহানের আশঙ্কা, লন্ডনে তাকে যেকোনো মুহূর্তে খুন করা হতে পারে। তাই ব্রিটিশ পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পশ্চিমবঙ্গে সরকারকেও এ ব্যাপারে জানানো হয়েছে।
গত কয়েক দিন আগে ইনস্টাগ্রামে নুসরত জাহান এক পোস্ট দেন। ওই পোস্টে তিনি মহালয়ার শুভেচ্ছা জানান। এর তিন দিন পরে ইনস্টাগ্রামে দূর্গা সেজে তিনি একটি ভিডিও পোস্ট করেন। এরপরই ধর্মীও নেতারা ফুঁসে ওঠেন। তারা বলেন, হিন্দুদের পুজোয় এভাবে অংশ নেয়া ইসলাম বিরোধী। এরপরই নুসরত হত্যার হুমকি পেতে থাকেন। এ ব্যাপারে নুসরত জানান, তিনি আগামী ১৬ অক্টোবর পর্যন্ত লন্ডনে থাকবেন। তিনি মানবতাবাদে বিশ্বাসী। মানবতাই তার জীবনের আদৰ্শ।