ফ্ল্যাট প্রতারণা মামলায় স্বস্তিতে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সোমবার ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতের হাজিরার আবেদনের শুনানি হয় আলিপুর জজ কোর্টে।
এদিন দু’পক্ষের বক্তব্য শোনার পর নুসরতকে আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, তাঁকে হাজিরা দিতে হবে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত নির্দেশ দেওয়া হয়নি। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় আগামী ২২ ডিসেম্বর। নুসরতের আদালত হাজিরা সেদিনই চূড়ান্ত আদেশ দিতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। তাই আপাতত স্বস্তিতে নুসরত।
সোমবার প্রতারিতদের তরফে আইনজীবী এই মামলায় নুসরতের আদালতে হাজিরা দেওয়ার পক্ষে সওয়াল করেন। পাল্টা সরকারি আইনজীবী আদালতে জানান, নুসরতের রোজ আসার প্রয়োজন নেই। শুধু চার্জ গঠনের দিন উপস্থিত থাকলেই হবে।
You must be logged in to post a comment.