যশের সঙ্গে প্রেমের কারণে নাকি নিখিল-নুসরতের বিয়ে ভাঙছে সম্প্রতি এমন গুঞ্জনেই খবরের শিরোনামে রয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তারই মাঝে খোলামেলা ফটোশ্যুটের ছবি পোস্ট করে ফের আলোচনায় উঠে এলেন সাংসদ, অভিনেত্রী। ছোট পোশাকে ফটোশ্যুটের কারণে নুসরতকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হল।
শর্ট ড্রেস পরে সোফায় বসে নুসরত। তার ডান হাতে মোবাইল, আর বাঁ হাতে সাদা স্টাইলিশ চশমা। এভাবেই বেশকিছু অ্যাঙ্গেলে ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশানে লিখেছেন, ”চিন্তার জন্য খাদ্য: এই জিনিসগুলি নিয়ে কাজ করা থেকে মানুষজন আমায় বিরত রাখতে পারেন না…আমার খুশি”। ঝড় বইতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে নুসরত তাকে। কেউ কেউ আবার এখানেও যশ-নিখিল টেনে আনতেও ছাড়েননি।তবে সকলেই যে শুধু বসিরহাটের সাংসদ, অভিনেত্রীকে আক্রমণ করেই পোস্ট করেছেন এমনও নয়, অনেকেই আবার নুসরতের সাহসী ফটোশুটের প্রশংসা করেছেন।