বিনোদন

মা হতে চলেছেন নুসরত?

দাম্পত্য সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জল্পনা চলছিলই। শোনা গিয়েছিল নিখিল জৈনের সঙ্গে নাকি এক বাড়িতে থাকছেন না নুসরত। তারই মাঝে অভিনেতা যশকে নিয়ে তৈরি হয় জল্পনা। দু’জনে বেশ কাছাকাছি চলে এসেছেন বলেই কানাঘুষো চলছিল। এবার নয়া গুঞ্জনে হইচই শুরু হয়েছে। সূত্রের খবর, মা হতে চলেছেন নুসরত। যদিও অভিনেত্রী–সাংসদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এমনকী টলিপাড়ায়ও এই নিয়ে চর্চা চলছে। নুসরত যদিও এখনও প্রকাশ্যে কিছু বলেননি। গত দিওয়ালি থেকেই স্বামী নিখিল জৈনের সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরেছে। গত ডিসেম্বর মাস থেকেই আলাদা থাকছেন তাঁরা। আর ডিসেম্বর মাসেই যশের সঙ্গে আজমীড় শরিফ বেড়াতে যান নায়িকা–সাংসদ। তার ছবিও শেয়ার করেন দুজনে। তারপর থেকেই যশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরু হয়।
এখন বসিরহাট কেন্দ্রের জয়ী সাংসদ তিনি। ২০১৯ সালের জুন মাসে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে চার হাত এক হয় তাঁর। এলাহি বিয়ে নিমেষেই চলে আসে শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি, ভিডিও শেয়ার করেন নুসরত। যা তাঁদের সুখী দাম্পত্যের চিহ্নই বহন করত। কিন্তু বছরখানেকের মধ্যেই বদলে গেল সব কিছু। বেশ কয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছে নিখিল-নুসরতের সম্পর্ক উষ্ণতা হারিয়েছে।
আবার একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি থেকে ডিকশনারি ছবির প্রিমিয়ারে যশের উপস্থিতি চর্চা চলতেই থাকে। ধীরে ধীরে একে অপরের ছবিতে কমেন্ট করা, পিকচার কার্টসিতে একে অপরের নাম উল্লেখ করা শুরু হয়। যশের সঙ্গে নিজের সম্পর্ককেও মান্যতাও দিচ্ছিলেন নায়িকা। কিছুদিন আগে এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে অভিনেতা তাঁর রিলেশনশিপ স্টেটাসে লিখেছিলেন–ডেটিং যশ।
এখন টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, যশের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছেন নুসরত। দু’জনে ঘর বাঁধার ভাবনাচিন্তা করছেন বলেও দাবি করেন কেউ কেউ। শুক্রবার সকাল থেকেই সরগরম টলিউড। ‘মা’ হতে চান নুসরত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সূত্র থেকে খবর আসতে শুরু করে, সেপ্টেম্বরেই সম্ভবত মা হচ্ছেন তিনি। সুত্র আরও জানাচ্ছে, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীনও সম্ভবত সন্তান-সম্ভবা ছিলেন তিনি। আর এই সন্তানের পিতা যশই। যশরতের অনুরাগীরা এর মধ্যেই নায়িকার মুখ থেকে এই খবর জানতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।