জেলা

খুশির ঈদে রক্ত দিয়ে সম্প্রীতির বার্তা

আজ খুশির ঈদ। আর এই খুশির ঈদে এক হিন্দু মায়ের প্রাণ বাঁচাতে বোলপুর থেকে সিউড়ি ছুটে এলেন শিক্ষক নুরুল হক। এখানে থাকল না কোনও জাতপাতের বিভেদ। বরং থাকল মনুষ্যত্ব ও সম্প্রীতির। যা খুশির ঈদে থাকা উচিত। দেশজুড়ে এখন চলছে লকডাউন। যাতায়াতের অসুবিধা তো আছেই। তার মধ্যেই মারণ রোগে আক্রান্ত মুমূর্ষ রোগীকে রক্ত দান করে এই বছর ঈদ পালন করলেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, রবিবার দুপুরে নুরুলবাবু খবর পান সিউড়িতে স্বস্তিক হাসপাতালে ভর্তি রয়েছেন এক মহিলা, বয়স ৬০। তিনি ক্যান্সার আক্রান্ত। অপারেশন করতে হবে। কিন্তু তার জন্য লাগবে রক্ত। আর তাঁর রক্তের যে গ্রুপ সেই এবি– গ্রুপের রক্ত পাওয়া খুবই মুশকিল। খবর পাওয়া মাত্রই তিনি যোগাযোগ করেন রোগীর আত্মীয়দের সঙ্গে। বোলপুর থেকে সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আসেন তিনি এবং রক্ত দান করেন। আর তাতেই খুশি তিনি।
নুরুলবাবু জানান, ঈদের আগে রক্তদান করতে পেরে এবং একজন মায়ের প্রাণ বাঁচাতে পেরে আমি খুশি। রোগীর আত্মীয়রাও খুবই আনন্দিত। কারণ এই ধরনের গ্রুপের রক্ত পাওয়া বেশ শক্ত। ক্যান্সার আক্রান্ত রোগী কল্পনা মণ্ডল ভর্তি সিউড়ির স্বস্তিক হাসপাতালে। সিউড়ি সদর হাসপাতালে নুরুলের রক্ত গ্রহণ করা হয়। সেই রক্ত পৌঁছে দেওয়া হয় কল্পনা মণ্ডলের কাছে।