দেশ ব্রেকিং নিউজ

ধর্মঘটে এইমস হাসপাতালের নার্সরা

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন এইমস হাসপাতালের নার্সরা। ফলে বিপাকে পড়তে চলেছে দেশের অন্যতম সেরা হাসপাতালটি। ধর্মঘটি নার্সদের কাজে ফিরতে অনুরোধ করেছেন এইমসের ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া। কিন্তু বেতন বৃদ্ধি না করলে তাঁরা যোগ দিতে নারাজ।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ২৩ দফা দাবি রয়েছে নার্সদের। তার মধ্যে অন্যতম প্রধান দাবি, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। বেতন বাড়়াতে হবে। এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেন, ‘‌দেশের এই পরিস্থিতিতে নার্সদের ধর্মঘট দুর্ভাগ্যজনক। আর কিছুদিনের মধ্যেই বাজারে করোনার ভ্যাকসিন চলে আসবে। নার্সদের কাছে আমার আবেদন, কাজে ফিরুন।’‌
কিন্তু নার্সদের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করব আর বেতন কম পাবো দুটো মেনে নেওয়া সম্ভব নয়। এই বিষয়ে গুলেরিয়া জানান, নার্সদের দাবি নিয়ে তাঁদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। সরকারও আশ্বাস দিয়েছে তাঁদের বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখা হবে। তার পরও আন্দোলন ঠিক নয়।
ধর্মঘটি নার্সদের হুঁশিয়ারি দিয়ে কেন্দ্র জানিয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ও আদালতের নির্দেশের কথা উল্লেখ করে বলে দেওয়া হয়েছে, ধর্মঘট প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাতে যেন আগুনে ঘৃতাহুতি পড়েছে।