ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা এবং ইউজিসি নেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল সারা দেশ। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট, তারপর ইউজিসি-নেট, একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে এনটিএ-র ভূমিকা নিয়েও।
এবার প্রশ্নফাঁস বিতর্কের মাঝেই সরানো হল এনটিএ-র ডিরেক্টর জেনারেলকে। এতদিন এই পদে ছিলেন সুবোধ কুমার। তাঁর জায়গায় এলেন প্রদীপ সিং খারোলা। অস্থায়ী ডিজি হিসাবে তাঁকে নিয়োগ করা হয়েছে। তিনি একজন অবসরপ্রাপ্ত আইএএস এবং ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। নিট ও নেট নিয়ে যে বিতর্ক চলছে, নতুন করে পরীক্ষা নেওয়ার যে দাবি উঠছে বা পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত এবার এই প্রদীপ সিং খারোলাকেই নিতে হবে।
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এ ব্যাপক দুর্নীতির অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে বিজেপি সরকার। দুর্নীতি যে হয়েছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এই অবস্থায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের তরফে। সেই কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই এনটিএ-এর ডিজিকে অপসারণ করা হয়। তবে নতুন ডিজির কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং।
সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার নিট পরীক্ষায় গ্রেস নম্বর পাওয়া ১৫৬৩ জনের পরীক্ষা নেওয়া হয়। অভিযোগ, দেড় হাজারের বেশি পরীক্ষার্থীকে নিয়ম ভেঙে গ্রেস নম্বর দেওয়া হয়েছে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে যায় মামলা। এই পরীক্ষা এনটিএ-ই পরিচালনা করেছে। দেশের সমস্ত বড় পরীক্ষাই তারা পরিচালনা করে।