দেশ ব্রেকিং নিউজ

এবার বিদেশে গিয়েও স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে রুপে কার্ড: RBI

রুপে কার্ড নিয়ে বড় ঘোষণা করল আরবিআই। এখন যে কোনও ব্যাঙ্ক ফরেক্স রুপে কার্ড ইস্যু করতে পারে। অর্থাৎ বিদেশে গিয়েও আপনি স্বচ্ছন্দে রুপে কার্ড ব্যবহার করতে পারবেন৷ এতে বিদেশে গিয়ে নগদ টাকাপয়সার ঝক্কি অনেক কমে যাবে৷ দেশের কার্ড দিয়েই করা যাবে বিদেশের খরচ৷ কয়েকদিনের মধ্যেই এই নতুন নিয়ম চালু করতে চলেছে আরবিআই৷ এই প্রসঙ্গে পরবর্তী নির্দেশনা পরে জারি করা হবে বলে জানা গিয়েছে।

পাশাপাশি বিদেশে পঠনরত ছাত্রছাত্রীদের জন্যেও এটি বড় সুখবর৷ উপকৃত হবেন ব্যবসায়ীরাও৷ RuPay ডেবিট, ক্রেডিট এবং প্রিপেড কার্ডগুলিকে বিদেশে জারি করার পাশাপশি ভারত-সহ সারা বিশ্বে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর 2023 সালের 8 জুন আর্থিক নীতি পর্যালোচনার সময় এই ঘোষণাগুলি করেছেন। বিশেষজ্ঞদের ধারণা, এই পদক্ষেপের ফলে সারা বিশ্বে RuPay Card-এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। একইসঙ্গে বিদেশেও এই কার্ড ব্যবহার করার সুবিধা পাবেন ভারতীয়রা।