এবার বাড়ি বসেই অনায়াসে তৎকাল টিকিট কাটতে পারবেন যাত্রীগন। তার জন্য নয়া অ্যাপ চালু করল আইআরসিটিসি। এই অ্যাপ ডাউনলোড করলে অতি সহজে বাড়িতে বসেই জানা যাবে কোন ট্রেনে তৎকাল টিকিট আছে। এখানেই শেষ নয়, এই অ্যাপের মাধ্যমে আরও তথ্য পেয়ে যাবেন যাত্রীরা। এছাড়া ট্রেনের সময়সূচিও জেনে নেওয়া যাবে এই অ্যাপে। যে শাখার ট্রেনের হদিশ চাইছেন, সেই শাখার নাম টাইপ করলেই ট্রেনের তালিকা দেখিয়ে দেবে এই অ্যাপ। পাশাপাশি কোন রুটে কত তৎকাল টিকিট পাওয়া যাবে, সেই হদিশও মিলবে।
অ্যান্ড্রয়েড ইউজাররা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ‘কনফার্ম টিকিট’ অ্যাপ টি। টিকিট বাতিল করতে চাইলে তাও এই অ্যাপের মাধ্যমে অনায়াসেই করা যাবে। এই অ্যাপ ব্যবহার করে তৎকাল টিকিট কাটলে অতিরিক্ত চার্জও দিতে হবে না। ট্রেনের নম্বর জানা না থাকলেও অসুবিধা নেই। এই অ্যাপে প্রত্যেক ট্রেনের সব তথ্য রয়েছে। একবার এই অ্যাপে নিজের গন্তব্যের তথ্য দেওয়া থাকলে তা সেভ হয়ে যাবে। ফলে বারবার একই বিষয় টাইপ করার প্রয়োজন হবে না। তাছাড়া তথ্য সেভ থাকলে তাড়াতাড়ি তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টিকিটের দাম মিটিয়ে ফেললেই কাজ শেষ। এসএমএস এবং ই-মেলে টিকিট চলে আসবে। ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে তৎকাল টিকিট কাটতে হবে।