ব্রেকিং নিউজ রাজ্য

এবার সুন্দরবনে শুভেন্দুর নিখোঁজ ব্যানার!

শুভেন্দু নিখোঁজের পোস্টার নিয় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে। শুভেন্দু নিখোঁজ বলে এবার পোস্টারের পর ব্যানার পড়ল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার রামেশ্বরপুর বরুনহাট গ্রাম পঞ্চায়েতের বরুনহাট হাসপাতাল মোড়ে।।

আগামীকাল শনিবার, যে এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্প সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। ঠিক তার ২৪ ঘন্টা আগে কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় ‘নিখোঁজ শুভেন্দু অধিকারী’ লেখা ব্যানার পড়ল। ব্যানার ঘিরে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

যদিও বিজেপির দাবি, তৃণমূল পরিকল্পিতভাবে সভাকে বানচাল করতে এই পরিকল্পনা করেছে। তৃণমূল আইটি সেলের সদস্যরা, নেতা-কর্মী সমর্থকরা রাতের অন্ধকারে ব্যাঙ্গাত্ম্যক পোস্টার মেরেছে।

পোস্টারে লেখা রয়েছে, নিখোঁজ শুভেন্দু গোলগাল নাদুস নুদুস মেরুদন্ড নেই। ভোট এলেই লাইট বন্ধ করে দেন। রাত হলেও ঘুম থেকে জেগে ওঠে অভিষেকের নাম শুনলে। দাঁত খিঁচিয়ে কামড়াতে আসেন। ঠিকানা কাঁথি। এই ব্যানার ঘিরে রীতিমতো তৃণমূল ও বিজেপির মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়। জানা গেছে, ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করছে।