এবার বাড়ি–বাড়ি পরিষেবা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ দুয়ারে সরকার প্রচারের অন্তর্গত স্বাস্থ্যসাথী ফর্ম বিলিতে ভিড় হচ্ছে বিপুল। করোনা আবহে এই ভিড় উচিত নয়। তাই এবার বাড়ি বাড়ি স্বাস্থ্যসাথী ফর্ম বিলির সিদ্ধান্ত নিল নবান্ন।
ইতিমধ্যেই প্রায় ২২ লক্ষ মানুষ অংশ নিয়েছেন। সূত্রের খবর, গত ৩ ডিসেম্বর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই সিদ্ধান্ত স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মর্মে একটি নির্দেশিকাও নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে। সেখানে ভিড় সামলাতে কন্যাশ্রী ক্লাব, সেল্ফহেল্প গ্রুপকেও এই প্রচারে যুক্ত করার নির্দেশ দিল নবান্ন। স্বাস্থ্যসাথী কার্ডের চাহিদা যেহেতু সবচেয়ে বেশি তাই ভিড় সামালাতে এবার বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথীর ফর্ম বিলির নির্দেশ দিলেন মুখ্যসচিব।
এই নির্দেশিকায় যা বলা হয়েছে, তা হল—যে সময়সূচি ইতিমধ্যেই প্রকাশিত তাতে কোনও বদল ঘটানো হবে না। সূচির সঙ্গেই জুড়ে নেওয়া হবে এই অতিরিক্ত পরিকাঠামোগত পরিষেবা। যে কোনও মূল্যে ভিড় এড়াতে হবে। আগামী দু’মাস এই কর্মসূচি পালিত হবে। তাই সবাইকে যথেষ্ট উজ্জীবিতভাবে কাজ করতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। দেখতে হবে, অনলাইন ফর্ম পূরণ করার জন্য গ্রাহকদের কাছ থেকে যেন ন্যূনতম তথ্য সংগ্রহ করা হয়। যে জটিলতা আছে সেটাও যাতে এইসব ক্যাম্প থেকেই মিটিয়ে ফেলা যায়, সেটা দেখতে হবে।