রাজ্য

ব্যাঙ্ক–পোস্ট অফিস কর্মীদের জন্য সুখবর

সংশয়ে ইতি। মিলল রেলের অনুমোদন। শুক্রবার থেকে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়তে পারবেন ব্যাঙ্কের কর্মীরা। স্টেশন ম্যানেজার, টিটিই–সহ অন্য বিভাগীয় আধিকারিকদের কাছে অনুমতিপত্র পাঠিয়েছেন পূর্ব রেলের ডিভিশন্যাল কমার্শিয়াল ম্যানেজাররা। তাতেই জানানো হয়েছে, আজ থেকেই ব্যাঙ্ক কর্মীদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হল স্টাফ স্পেশ্যাল ট্রেন। এতদিন এই ট্রেনে রেল ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই যাতায়াত করতে পারতেন। এবার ব্যাঙ্ক ও পোস্ট অফিসের কর্মীদেরও এই বিশেষ ট্রেনে ওঠার অনুমতি দিল পূর্ব রেল।
জানা গিয়েছে, কয়েকদিন আগে এই বিষয়ে অনুমতি চেয়ে রাজ্যের পক্ষ থেকে রেলের কাছে আবেদন করা হয়। এবার সেই আবেদনে সাড়া দিল পূর্ব রেল। বলা হয়, আজ থেকেই ব্যাঙ্ক–পোস্ট অফিসেরও স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াত করতে পারবেন। এই বিষয়ে রেলের তরফে জানান হয়েছে, কতজন ব্যাঙ্ক ও পোস্ট অফিসের কর্মী যাতায়াত করবে, সেই বিষয়ে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল। তবে এখনও সেই উত্তর মেলেনি। তবে পরিষেবা চালু হয়ে গিয়েছে। এই কর্মীদের মান্থলি কেটে যাতায়াত করতে হবে বলে নির্দেশ জারি হয়েছে।
করোনাভাইরাসের শৃঙ্খল ভাঙতে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ। বন্ধ গণপরিবহণও। তবে চলছে রেলের বিশেষ ট্রেন স্টাফ স্পেশ্যাল। এই পরিস্থিতিতে নিয়মিত ব্যাঙ্কে যেতে হচ্ছে কর্মীদের। সপ্তাহে পাঁচদিন সকাল ১০ টাকা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা। কর্মস্থল থেকে দূরে থাকা কর্মীদের ব্যাঙ্কে পৌঁছতে ঝক্কি পোহাতে হচ্ছিল। তাই ব্যাঙ্ক কর্মীরা যাতে যাতায়াতের জন্য ওই স্টাফ স্পেশ্যাল ট্রেন ব্যবহার করতে পারেন, সেই আরজি নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছিল ব্যাঙ্ক সংগঠন। এই পরিষেবা চালু হওয়ায় খুশি ব্যাঙ্ক কর্মীরা। কারণ, রাজ্যে কার্যত লকডাউন চলায় বর্তমানে গণ পরিবহণ বন্ধ। ফলে অফিস আসার ক্ষেত্রে তাঁদের এতদিন বেশ অসুবিধায় পড়তে হচ্ছিল।